সর্বশেষ

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

Singapore

আধুনিক পরিকাঠামো ও দক্ষ আর্থিক ব্যবস্থার কারণে সিঙ্গাপুর শুধু পর্যটন গন্তব্য নয়, বরং স্থায়ীভাবে বসবাসের জন্যও বিশ্বের বহু বিদেশির প্রথম পছন্দ। দেশটিতে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) পাওয়া গেলে কাজের সুযোগ এবং ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যায়।

বিদেশিদের জন্য সিঙ্গাপুর নির্দিষ্ট শর্তসাপেক্ষে স্থায়ী বসবাসের অনুমতি দিয়ে থাকে। আবেদন অনুমোদিত হলে নীল রঙের পরিচয়পত্র (ব্লু আইডি কার্ড) প্রদান করা হয়। যোগ্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন—সিঙ্গাপুরে দুই বছর ধরে অধ্যয়নরত শিক্ষার্থী, সিঙ্গাপুরের নাগরিক বা পিআর হোল্ডারের ২১ বছরের কম বয়সী সন্তান বা জীবনসঙ্গী, নির্ভরশীল ব্যক্তি, দীর্ঘদিন ধরে কাজ করা এমপ্লয়মেন্ট পাস বা এস পাসধারী এবং ন্যূনতম ১ কোটি সিঙ্গাপুরি ডলার বিনিয়োগকারী বিদেশি।

আবেদনের জন্য বেশ কিছু নথি জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে—পাসপোর্ট, বৈধ ইমিগ্রেশন ও কর্মসংস্থান সংক্রান্ত পাস, জন্ম ও শিক্ষাগত সনদ, সাম্প্রতিক বেতন স্লিপ, পাসপোর্ট আকারের ছবি, বিবাহ বা স্পনসরের প্রমাণপত্রসহ প্রাসঙ্গিক ডকুমেন্ট। ইংরেজি ছাড়া অন্য ভাষার নথি জমা দিলে তা নোটারি করা অনুবাদসহ প্রদান করতে হয়।

আরও

    আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়। প্রথমে ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (ICA)-এর ওয়েবসাইটে যোগ্যতা যাচাই করতে হয়। এরপর সিঙ্গপাস ব্যবহার করে লগইন করে ফর্ম পূরণ ও কাগজপত্র আপলোড করতে হবে। ফি হিসেবে জমা দিতে হয় ১০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৬,৮৩৪ টাকা), যা ফেরতযোগ্য নয়।

    প্রক্রিয়া শেষ করতে সাধারণত ৪ থেকে ৬ মাস সময় লাগে, যদিও সময় কমবেশি হতে পারে। অনুমোদন পেলে আবেদনকারীকে পুনরায় প্রবেশ অনুমতি (Re-entry Permit), জাতীয় পরিচয়পত্র (NRIC) এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়।

    আরও দেখুনঃ

    whatsappচ্যানেল ফলো করুন

    প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

    Probashir city Popup
    Probashir city Squre Popup