ইতালির শ্রমবাজারে পাকিস্তানি কর্মীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে দেশটির সরকার। সাম্প্রতিক এক ঘোষণায় ইতালি জানিয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য ১০ হাজার ৫০০টি চাকরি বরাদ্দ করা হয়েছে। পাকিস্তানের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শনিবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এটি ইউরোপের কোনো দেশের পক্ষ থেকে পাকিস্তানিদের জন্য সরাসরি চাকরির বরাদ্দের প্রথম উদ্যোগ।
বিবৃতিতে বলা হয়, বরাদ্দ করা চাকরিগুলোর বড় অংশ জাহাজভাঙা শিল্প, স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতে। পাশাপাশি দক্ষ ও আধা-দক্ষ পাকিস্তানিদের জন্য ওয়েল্ডিং, টেকনিক্যাল সার্ভিস, রাঁধুনি, রেস্তোরাঁ কর্মী এবং গৃহকর্মী হিসেবেও কাজের সুযোগ তৈরি হয়েছে। এসব খাতেও পৃথকভাবে কোটা বরাদ্দ করেছে ইতালি।
পাকিস্তান সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, ইতালির সরকারের সঙ্গে সম্প্রতি শ্রম সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী তিন বছরে পর্যায়ক্রমে বরাদ্দকৃত ১০ হাজার ৫০০ জন পাকিস্তানিকে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ দেবে ইতালি। অর্থাৎ প্রতি বছর প্রায় ৩ হাজার ৫০০ জন কর্মী ইতালিতে যাওয়ার সুযোগ পাবেন।
আরও
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালিক হুসাইন এ উদ্যোগকে পাকিস্তানের জন্য “একটি গুরুত্বপূর্ণ মাইলফলক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইউরোপের শ্রমবাজারে পাকিস্তানি কর্মীদের অবস্থান দৃঢ় করতে ইতালির এ সিদ্ধান্ত বড় সুযোগ সৃষ্টি করবে এবং দক্ষ মানবসম্পদ রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে একটি যৌথ পাকিস্তান–ইতালি ওয়ার্কিং কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করছে, এর ফলে পাকিস্তানি কর্মীদের জন্য ইউরোপমুখী বৈধ অভিবাসনের পথ আরও সুগম হবে।











