সর্বশেষ

ভারতকে ধ্বংস করব, বিশ্বকে কাঁপিয়ে দেব: পাকিস্তানের সেনাপ্রধান

Army chief of pakistan

দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সীমান্ত উত্তেজনা, সন্ত্রাসবাদ এবং পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের জটিলতার মধ্যেই এবার সিন্ধু নদে বাঁধ নির্মাণকে ঘিরে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টেম্পায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তবে দেশটি শুধু পতনে থামবে না, বিশ্বের অর্ধেককেও ধ্বংসের পথে নিয়ে যাবে।” তিনি আরও সতর্ক করে জানান, সিন্ধু নদ ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয় এবং বাঁধ নির্মাণ সম্পন্ন হলে পাকিস্তান ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটি ধ্বংস করবে।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ চুক্তি অনুযায়ী নদীর পানি পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল। তবে সম্প্রতি ভারত সেই চুক্তি বাতিল ঘোষণা করায় দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

চলতি বছরের মে মাসে সীমান্তে সংঘর্ষে ২৬ জন নিহত হওয়ার ঘটনা এই সংকটকে আরও তীব্র করে তোলে। বিশ্লেষকদের মতে, পানি ইস্যু ও সামরিক হুমকি মিলিয়ে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের সংঘাতের ঝুঁকি দ্রুত বাড়ছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলকে দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup