সর্বশেষ

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

Nepal's tribhuvan international airport reopens

সরকারবিরোধী আন্দোলনের জেরে টানা দু’দিন বন্ধ থাকার পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু হয়েছে। বুধবার থেকে প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

দেশটির গণমাধ্যম দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, কাঠমান্ডু উপত্যকায় সহিংস পরিস্থিতি চরমে পৌঁছালে সোমবার বিমানবন্দর কার্যক্রম স্থগিত করা হয়। আন্দোলনকারীদের বিক্ষোভ ও সংঘর্ষে নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরসহ সব এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে সেনাও মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করলে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসে। আন্দোলন দ্রুত সরকারবিরোধী রূপ নেয়। সহিংস বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

বিক্ষোভকারীদের হামলায় সংসদ ভবন, সুপ্রিম কোর্টসহ রাষ্ট্রীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সহিংসতার মধ্যেই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি জানান, সাংবিধানিক সমাধান সহজ করতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকের পর ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ সময়সূচি ও টিকিট সংক্রান্ত তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup