মালয়েশিয়ায় জঙ্গি গোষ্ঠীর পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (১২ ডিসেম্বর) ঘোষিত রায়ে আদালত নির্দেশ দেয়, দণ্ডভোগ শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মালয়মেইল এ তথ্য নিশ্চিত করেছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ দিদারুল আলম (২৯)। তিনি মালয়েশিয়ার একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, তিনি ‘আল মুবিন ইসলাম’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জঙ্গি মতাদর্শ প্রচার করতেন এবং বিভিন্ন ভিডিও, পোস্ট ও বার্তা শেয়ার করতেন।
রাষ্ট্রীয় কৌঁসুলি জানান, দিদারুল আলমের অনলাইন কার্যক্রম মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছিল। তদন্তে দেখা গেছে, তার পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড না থাকলেও, সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষ নিয়ে প্রচারণা চালানো দেশের নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে। অভিযোগের সর্বোচ্চ শাস্তি ছিল ৪০ বছরের কারাদণ্ড, তবে আদালত ১০ বছর সাজা নির্ধারণ করে।
আরও
আদালতে নিজের দোষ স্বীকার করেন দিদারুল। তিনি জানান, বাংলাদেশে থাকা বাবা-মা এবং পরিবারকে সহায়তা করতে তিনি মালয়েশিয়ায় কাজ করতেন। ক্ষমা প্রার্থনা সত্ত্বেও বিচারক জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কঠোর সাজার সিদ্ধান্ত বজায় রাখেন।
প্রসিকিউশন পক্ষ আদালতকে আহ্বান জানায়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে মালয়েশিয়ায় বসবাসরত কোনো বিদেশি নাগরিক বা স্থানীয় কেউ এ ধরনের অপরাধমূলক অনলাইন প্রচারণায় জড়াতে সাহস না পায়।











