সর্বশেষ

মালয়েশিয়ায় নারীদের টয়লেটে ঢুকে পড়ায় বাংলাদেশি যুবক আটক

Bangladeshi youth arrested for entering women's toilet in Malaysia

মালয়েশিয়ার জোহর রাজ্যের কুলাই বাস টার্মিনালে নারীদের শৌচাগারে প্রবেশের অভিযোগে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঘটনার পরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। বুধবার (১০ ডিসেম্বর) কুলাই জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার তান সেং লি এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ওই বাংলাদেশি যুবক কুয়ালালামপুর থেকে বাসে ভ্রমণ করছিলেন। বিরতির সময় বাস টার্মিনালে নেমে নিজের লাগেজ অপেক্ষার স্থানে রেখে ভুলবশত নারীদের জন্য নির্ধারিত শৌচাগারে প্রবেশ করেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের কর্মী ও যাত্রীরা পুলিশকে জানান।

আটকের পর তাকে নিকটস্থ থানায় নিয়ে গিয়ে নথিপত্র পরীক্ষা ও ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ যাচাই–বাছাই শেষে নিশ্চিত হয় যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না; তাই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক একটি প্রতিবেদনও নথিভুক্ত করা হয়েছে।

ঘটনার পর ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দ্রুতই ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। এ নিয়ে অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

কুলাই পুলিশ জনগণকে সতর্ক করে বলেছে, গণশৌচাগারে ভুলবশত প্রবেশের ঘটনা ঘটলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup