মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার তিন বছরের মধ্যেই উল্লেখযোগ্য রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছেন। সাম্প্রতিক সাবাহ রাজ্যের আঞ্চলিক নির্বাচনে তার নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট চরমভাবে ব্যর্থ হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ২০টি আসনের মধ্যে জোটটি পেয়েছে মাত্র একটিতে জয়—যেখানে আগের নির্বাচনে তারা ৭টি আসন দখলে রেখেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বর্তমান সরকারের জন্য বড় ধরনের সতর্ক সংকেত।
ইউনিভার্সিটি মালয়েশিয়ার রাজনৈতিক বিশ্লেষক লি কুওক তিয়াং বলেন, নির্বাচনের ফলাফল স্পষ্টভাবে দেখিয়েছে যে সাবাহ অঞ্চলে আনোয়ারের জোট ব্যাপকভাবে ভোটারদের আস্থা হারিয়েছে। ২০২৮ সালের শুরুর দিকে মালয়েশিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, এই আঞ্চলিক ভোটকে প্রধানমন্ত্রী আনোয়ারের প্রতি জনসমর্থনের পরীক্ষাস্বরূপ বিবেচনা করা হচ্ছে। সাবাহ ছাড়াও আসন্ন আরও কয়েকটি আঞ্চলিক নির্বাচন কেন্দ্রীয় সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করবে।
যদিও পাকাতান হারাপান সাবাহতে পরাজিত হয়েছে, রাজ্যের নিয়ন্ত্রণ এখনো গাবুঙ্গান রাকায়াকত সাবাহ (জিআরএস)-এর হাতেই রয়েছে—যারা স্থানীয় দলগুলোর সমন্বয়ে গঠিত জোট এবং কেন্দ্রীয় সরকারের মিত্র। তবে সাবাহর স্বায়ত্তশাসন নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ, কেন্দ্রীয় সরকারের প্রতি আস্থা কমে যাওয়া এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে বিলম্বের কারণে জিআরএস ও কেন্দ্রীয় জোটের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া বাড়ছে।
আরও
ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জিআরএস নেতা হাজিজি নুরকে মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ভোটারদের দেওয়া স্পষ্ট বার্তাকে কেন্দ্রীয় সরকার সম্মান করে এবং সাবাহর উন্নয়নকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবে। তবে নিজের জোটের পরাজয় বিষয়ে আনোয়ার ইব্রাহিম বা তার কার্যালয় কোনো মন্তব্য করেনি।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সাবাহর জনগণ এখন বাস্তব উন্নয়ন—বিশেষ করে পানীয়জল, বিদ্যুৎ, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন—এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে। কেন্দ্রীয় সরকার পূর্বে রাজ্যের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে ৫০ বছর আগের চুক্তি অনুযায়ী রাজস্বের ৪০ শতাংশ সাবাহকে দেওয়ার বিষয়টি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। এ কারণেই গত মাসে এক সাবাহ মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।











