সর্বশেষ

‘মালয়েশিয়ায় চাকরি পেতে ৮ লাখ টাকা পর্যন্ত গুনছেন বাংলাদেশিরা’

Malaisaya

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশি শ্রমিকদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্ল্যানটেশন ও কমোডিটিজ মন্ত্রী জুরাইদা বিনতে কামারুদ্দিন। রোববার ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত “বে অব বেঙ্গল কনভারসেশন”-এর দ্বিতীয় দিনের এক সেশনে তিনি বলেন, অনেক বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় একটি চাকরি পেতে ৩০ হাজার রিংগিত (প্রায় ৮ লাখ টাকা) পর্যন্ত খরচ করতে হয়, যা অধিকাংশ ক্ষেত্রে বাড়ি-জমি বিক্রি বা ঋণ নেওয়ার মাধ্যমে জোগাড় করতে হয়।

তিনি বলেন, দারিদ্র্য ও সীমিত শিক্ষার কারণে বাংলাদেশের অনেক গ্রামীণ শ্রমিক দালাল, স্থানীয় নেতা অথবা অসাধু নিয়োগ–এজেন্টদের প্রলোভনে পড়েন। মালয়েশিয়ায় পৌঁছানোর পরও তারা নানা অনিশ্চয়তা ও ঝুঁকির সম্মুখীন হন। অনেক সময় তাদের প্রতিশ্রুত চাকরিটি প্রস্তুত থাকে না, আবার প্রকৃত চাহিদার চেয়ে বেশি কর্মী আনা হলে তারা কাজবিহীন ও অসহায় অবস্থায় পড়ে যান।

5d1bf84e06e3d9cc80e3e3b61bb4fa28 6923ff5132ca5

জুরাইদা জানান, সম্প্রতি ৭০০ থেকে ৮০০ বাংলাদেশি কর্মীকে কোনো কাজ বা বেতন না দিয়েই দেশে ফেরত পাঠাতে হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি বলেন, “এই কর্মীরা মানুষ, কোনো পণ্য নয়। তাদের সঙ্গে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।” মালয়েশিয়ায় বর্তমানে দুই মিলিয়নের বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন এবং দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও উল্লেখ করেন তিনি।

সাবেক মন্ত্রী আরও বলেন, আবাসন মন্ত্রী থাকাকালে তিনি বিদেশি শ্রমিকদের নিরাপদ ও মানবিক আবাসন নিশ্চিত করতে নীতিগত সংস্কার শুরু করেছিলেন। এর আগে কোনো নির্দিষ্ট নির্দেশিকা না থাকায় শ্রমিকরা গাদাগাদি করে অনিরাপদ পরিবেশে থাকতে বাধ্য হতেন। তার মতে, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন।

সেশনে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্ডাস্ট্রি কাউন্সিল জাপানের প্রেসিডেন্ট জেমস অ্যাঞ্জেলাস, রাজস্থান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারোরি সিংহ এবং ঢাকার সাবেক তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। আলোচনা সঞ্চালনা করেন নেপালের অ্যাকাউন্টেবিলিটি ল্যাবের দক্ষিণ-পূর্ব এশিয়া লিড নারায়ণ অধিকারী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup