মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও প্রবাসী বাংলাদেশিদের প্রিয় মুখ দীপঙ্কর দ্বীপ। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে দেশ-বিদেশের ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভেসে উঠছে শোকবার্তা ও স্মৃতিচারণা।
সিলেটের সন্তান দীপঙ্কর দ্বীপ শৈশব থেকেই সংগীত, নাটক ও উপস্থাপনায় গভীর আগ্রহী ছিলেন। ছাত্রজীবনে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করলেও সেখানেও থেমে থাকেননি। প্রবাসীদের জীবনের হাসি-কান্না ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে গড়ে তুলেছিলেন নিজের অনন্য পরিচিতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দীপঙ্কর দ্বীপ ছিলেন অত্যন্ত জনপ্রিয়। প্রাণবন্ত কণ্ঠস্বর, সাবলীল উপস্থাপনা ও বাস্তবধর্মী গল্প বলার ভঙ্গিতে তিনি প্রবাসী জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতেন। তাঁর ভিডিওগুলোতে দেখা যেত সমাজের নানা অসঙ্গতি, মানবিক বার্তা ও দেশপ্রেমের অনুরণন। ফলে অল্প সময়েই তিনি প্রবাসী বাংলাদেশি সমাজে হয়ে ওঠেন এক পরিচিত ও প্রিয় নাম।
আরও
ইউটিউব ও ফেসবুকে তাঁর হাজারো অনুসারী নিয়মিত অপেক্ষা করতেন নতুন কনটেন্টের জন্য। অনেকেই তাঁকে “প্রবাসী জীবনের মুখপাত্র” হিসেবে আখ্যা দিতেন। হঠাৎ তাঁর চলে যাওয়া ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে শূন্যতা। কেউ লিখেছেন, “প্রবাসের হাসিখুশি মানুষটি চিরবিদায় নিলেন,” আবার কেউ বলেছেন, “দীপঙ্কর দ্বীপ প্রমাণ করেছিলেন, হাসির মাঝেও ভালোবাসা ছড়ানো যায়।”
দীপঙ্কর দ্বীপের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, প্রবাসী সমাজ এবং অনলাইন দুনিয়া জুড়ে গভীর শোক ও শ্রদ্ধার আবহ নেমে এসেছে।










