মালয়েশিয়ার কেদাহ প্রদেশে এক সহকর্মীর সঙ্গে বিবাদের জেরে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চার বাংলাদেশি ও দুই মালয়েশিয়ান সহকর্মীকে পুলিশ আটক করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কাজে দেরিতে আসাকে কেন্দ্র করে নিহত শ্রমিকের সঙ্গে তার ৪২ বছর বয়সী মালয়েশিয়ান সহকর্মীর কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিতর্কের এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি রড হাতে তুলে নেন এবং নিহত ব্যক্তি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আসেন। ধস্তাধস্তির সময় অভিযুক্ত ব্যক্তি একটি বৈদ্যুতিক তার দিয়ে নিহতের গলা পেঁচিয়ে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তি পরে নিজেই থানায় গিয়ে ঘটনাটি জানান।
ঘটনাস্থল থেকে খুনের ঘটনায় ব্যবহৃত তার, একটি ছুরি ও রড জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে এবং আটককৃতদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। নিহত শ্রমিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।











