আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রবাসীদের প্রতি। শুক্রবার (৩ অক্টোবর) হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, তাদের ‘অভিবাসী দিবস পুরস্কার’-এ ভূষিত করা হবে।
কৃষি, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা ও সমাজসেবা—এমন বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রবাসীরা এ সম্মাননার জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর ২০২৫। হাইকমিশন আশা করছে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ দিবসটির তাৎপর্য আরও বাড়িয়ে তুলবে।
আরও
আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে রয়েছে—নাম ও পাসপোর্ট নম্বর, বাংলাদেশে স্থায়ী ঠিকানা, মালয়েশিয়ায় বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, পেশা ও কর্মস্থল, পাসপোর্ট সাইজ ছবি, আবেদনের ক্যাটাগরি এবং বিশেষ অবদান বা অর্জনের বিবরণ (সর্বোচ্চ ৫০০ শব্দে বাংলা বা ইংরেজিতে)। এ ছাড়া প্রমাণপত্র বা সহায়ক তথ্য থাকলে তাও জমা দিতে হবে।
আবেদন ডাকযোগে পাঠানো যাবে Bangladesh High Commission in Malaysia, No 8, Lorong Yap Kwan Seng, 50450, Kuala Lumpur ঠিকানায় অথবা ই-মেইলে পাঠাতে হবে mission.kualalumpur@mofa.gov.bd এবং fs.bhc.kl@gmail.com











