মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১০৪ জন বিদেশিকে প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। ইমিগ্রেশন আইনের আওতায় নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়।
একেপিএসের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিংয়ের মাধ্যমে ওই যাত্রীদের শনাক্ত করা হয়। তাদের অধিকাংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন, তা স্পষ্ট করা হয়নি।
শনিবার (৩০ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ান এর প্রতিবেদনে বলা হয়, আটক যাত্রীদের মধ্যে কেউ ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে জানাতে পারেননি, কারও বৈধ রিটার্ন টিকিট ছিল না, আবার অনেকে থাকার সঠিক ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন। এ ছাড়া কয়েকজনের কারণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।
আরও
এদিকে সংস্থাটি আরও জানিয়েছে, এর আগে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া ২৮৮ জন যাত্রী এখনো বিমানবন্দরে অবস্থান করছেন। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। একেপিএসের দাবি, দেশের নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কেবল নিয়ম মেনে যাত্রাকারীদেরই প্রবেশ করতে দেওয়া হবে।











