সর্বশেষ

গোলাগুলিতে আহত সেনাদের হেলিকপ্টারে উদ্ধার

Soldiers injured in gunfire rescued by helicopter

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের অন্তত সাতজন সেনা আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, কিশ্তওয়ার জেলার চাত্রু এলাকার সন্নার অঞ্চলে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালানোর সময় লুকিয়ে থাকা ‘বিদেশি জঙ্গিরা’ হঠাৎ গুলি চালায়। সেনারা পাল্টা জবাব দিলে সেখানে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে সাতজন ভারতীয় সেনা আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন ত্রাশি-আই’ নামে এই সন্ত্রাসবিরোধী অভিযানটি শনিবার দুপুরে শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে পরিকল্পিত তল্লাশির সময় নিরাপত্তা বাহিনী ও প্রতিপক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সেনা মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। অভিযানের সময় সন্ত্রাসীরা নির্বিচারে গুলির পাশাপাশি ঘেরাও ভাঙার চেষ্টা করে গ্রেনেডও নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও স্থানীয় পুলিশের আরও সদস্য পাঠিয়ে অভিযান জোরদার করা হয়।

অভিযান দ্রুত ও কার্যকরভাবে শেষ করতে ড্রোন, আধুনিক নজরদারি সরঞ্জাম এবং স্নাইফার ডগ ব্যবহার করা হচ্ছে। চলতি বছরে জম্মু অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এটি তৃতীয় সংঘর্ষ। এর আগে জানুয়ারির ৭ ও ১৩ তারিখে কাঠুয়া জেলার বিলাওয়ার এলাকার বিভিন্ন অরণ্যে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup