যাত্রীরা সবাই সিটে বসে বিমানের উড্ডয়নের অপেক্ষায়। ঠিক সেই সময় হঠাৎ করেই বিমানের কেবিনে ঢুকে পড়ে একটি ছোট ইঁদুর। মুহূর্তেই শুরু হয় বিশৃঙ্খলা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সবাইকে নামিয়ে আনা হয় বিমানের ভেতর থেকে।

ভারতের উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই অঘটন ঘটে। স্থানীয় সময় রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে ফ্লাইটটি দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইঁদুর দেখা যাওয়ায় প্রায় তিন ঘণ্টা বিলম্ব হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন বিমানের ১৪০ যাত্রী।
আরও
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়। এরপর বিমানটির ভেতরে ইঁদুর ধরার অভিযান চলে প্রায় দেড় ঘণ্টা।
অবশেষে ইঁদুরটি ধরা পড়লে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিমানটি কানপুর থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে উড্ডয়ন করে। প্রায় দেড় ঘণ্টা দেরিতে দিল্লি পৌঁছায় ফ্লাইটটি।
কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং জানান, যাত্রীদের নিরাপত্তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় যাত্রীদের ভোগান্তি অনিবার্য হয়ে পড়ে।











