সর্বশেষ

জন্মনিয়ন্ত্রণ পিল কিনতে গিয়ে স্বামীর পরকীয়া ফাঁস

Husband's affair exposed while paying for birth control pills

চীনের গুয়াংডন প্রদেশের ইয়াংজিয়াং শহরে জন্মনিয়ন্ত্রণ পিল কিনতে গিয়ে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক প্রকাশ হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যম ও সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, ওই ব্যক্তি একটি ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

ফার্মেসিতে ১৫.৮ ইউয়ান মোবাইল পেমেন্টে সমস্যায় পড়ায় কর্মীরা তার মেম্বারশিপ কার্ডের নম্বরে ফোন দেন। কিন্তু সেই নম্বরটি গিয়ে পৌঁছায় তার স্ত্রীর মোবাইলে। স্ত্রী ফোন ধরে কী কেনা হচ্ছে জানতে চাইলে কর্মীরা জানিয়ে দেন— জন্মনিয়ন্ত্রণ পিল। মুহূর্তেই স্ত্রীর কাছে স্বামীর গোপন সম্পর্ক ফাঁস হয়ে যায়।

ঘটনায় ক্ষুব্ধ ওই ব্যক্তি দাবি করেছেন, ফার্মেসির ভুলেই তার ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হয়েছে। তিনি এ বিষয়ে পুলিশের কাছে রিপোর্ট জমা দিয়েছেন এবং ওষুধ কেনার রসিদও জমা দিয়েছেন।

তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক ভাঙনের মূল কারণ ওই ব্যক্তির অবিশ্বস্ততা। আইনজীবী ফু জিয়ান জানান, ফার্মেসির কল বৈধ ছিল এবং ইচ্ছাকৃতভাবে তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ প্রমাণ করা কঠিন হবে।

এর আগে চীনে আরেক ঘটনায় এক নারী তার স্বামীর গোপন অ্যাপার্টমেন্টে ক্যামেরা বসিয়ে পরকীয়ার প্রমাণ সংগ্রহ করেছিলেন। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ায় আদালত তাকে ভিডিও মুছে ফেলতে নির্দেশ দেয়। তবে ক্ষতিপূরণ বা ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করা হয়। সাম্প্রতিক এই ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup