সর্বশেষ

প্রবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Ximg 20241028 184434 700 x 400 p

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের এক ইউরোপ প্রবাসীকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজন, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিরা গুলজান একাডেমি অ্যান্ড জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান প্রধান মো. এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না, প্রতিষ্ঠাকালীন শিক্ষক সামসুদ্দিন, প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী লিংকন, নাহিদ ইসলাম, ইব্রাহিম আলী, জাকির আহমদ, ছয়ফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, হিরা গুলজান একাডেমির প্রতিষ্ঠাতা ও ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদ হোসেন মুন্নার উপর আওয়ামী লীগ নেতা ও ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জায়গাজমি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মিথ্যা মামলা ও হামলা চালিয়েছেন।

মুন্না একজন শিক্ষানুরাগী ব্যক্তি। তাকে জড়িয়ে যেসব মামলা করা হয়েছে সবই উদ্দেশ্যপ্রণোদিত। মুন্নার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup