যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত এলাকা থেকে ভারতের মহারাষ্ট্র থেকে আসা কুসুম নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে আটক হন ওই নারী। এসময় তাঁর সঙ্গে ৫ বছরের এক শিশুও ছিল।
কুসুম লেক্সমান মহারাষ্ট্রের পেলমল এলাকার লেক্সম্যান গভিনের স্ত্রী। তাঁর বাবার নাম আমান ভাহান। গত ৪ মাস আগে বাংলাদেশে যশোরের ঝিকরগাছায় মামার বাড়িতে অবৈধ পথে বেড়াতে আসেন কুসুম।
আরও
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিক জানান, ভারতে প্রবেশকালে আটক করা হয় নারী ও শিশুসহ দুই ভারতীয় নাগরিককে। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।









