ঈদের রাতে এক প্রবাসী নারীকে উত্ত্যক্ত করার জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জানা গেছে, বগুরার এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ে নিশিন্দারা উপশহর যাচ্ছিলেন। পথে কয়েকজন যুবক গাড়ি আটকে তাকে উত্ত্যক্ত করেন।
এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পরে জোড়া খুনের এই ঘটনায় আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ ও মোটরশ্রমিক ইউনিয়নের নেতাসহ ১৩ জনের নামে মামলা করা হয়। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শরিফ ও রোমান ওরফে রুম্মানের মধ্যে শরিফের মা হেনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রধান আসামি করা হয়েছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির মিঠুকে।
আরও
এ ছাড়া বগুড়া জেলা পরিষদ সদস্য সার্জিল টিপু, তার তিন ভাই, বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহ মেহেদী হাসান হিমুকেও আসামি করা হয়েছে।
রোমান ও শরিফের সঙ্গে কয়েকজন বন্ধু ছিলেন। তারা সেখানে আসা মাত্রই মিঠু ও তার ভাইটিপু তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে রোমান ও শরিফকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদের বন্ধু হোসাইন পালিয়ে যান। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।










