সর্বশেষ

স্বামীর সঙ্গে অভিমান করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

dead body

কুমিল্লার লালমাইয়ে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে রোজিনা আক্তার (১৯) নামের একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে পিতার বাড়ি থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত রোজিনা ওই গ্রামের রিকশাচালক নুরুল আমিনের মেয়ে। এক বছর আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের ইয়াছিনের ছেলে দুবাইপ্রবাসী অলি উল্যাহর সঙ্গে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের কোনো সন্তান নেই।

নিহতের মা আনোয়ারা বেগম বলেন, বিয়ের আগেই তাঁর মেয়ের স্বামী ভাইয়ের বউয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন। প্রতিদিনই ইমুতে তারা কথা বলতেন। এ নিয়ে আমার মেয়ে প্রতিবাদ করায় এক সপ্তাহ আগে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আজ বিকেলেও ইমুতে আমার মেয়ের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এর জেরে আমার মেয়ে আমাদের বাড়িতে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে বিকেল আনুমানিক ৩টায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। আমি তার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছি।

বাগমারা উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল বারীক বলেন, শুনেছি স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তার স্বজনরা ঘরের দরজা ভেঙে মরদেহ নামিয়েছেন। আমরা তার প্রবাসী স্বামীর বিচার চাই।

লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, রোজিনা আক্তার নামের একজন গৃহবধূর মরদেহ তার বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, ওই নারী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। নিহতের গলায় দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, নিহতের মা বাদী হয়ে মেয়ের প্রবাসী স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup