কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীকে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের হামলা ও মারধরের ফলে তার মালয়েশিয়াগামী নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবার। সোমবার দুপুরে ভুক্তভোগীর মা মোছা. শিউলী বেগম দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
অভিযোগে বলা হয়, রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিদেশযাত্রার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ভাজরা গ্রামের একটি দোকানের সামনে তার পথরোধ করে নাঈম মিয়া, রেজাউল মিয়া, আল আমিনসহ কয়েকজন। তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা প্রদর্শন করে ফয়সাল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং পরবর্তীতে একটি কক্ষে আটকে রাখে।
ফয়সাল মিয়া দাবি করেন, হামলাকারীরা তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং মারধরের সময় তার সঙ্গে থাকা নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়। হামলা ঠেকাতে গিয়ে তার মা শিউলী বেগমও আহত হন। গুরুতর শারীরিক আঘাত পাওয়ায় তার মালয়েশিয়াগামী ফ্লাইট বাতিল হয়ে যায়, ফলে দীর্ঘদিনের প্রবাসযাত্রা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
আরও
মোছা. শিউলী বেগম অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে প্রায় ২১ বছর মালয়েশিয়ায় কাজ করে দেশে ফিরে বাড়ি নির্মাণের কাজ করছিলেন। এ সময় থেকেই এলাকার কয়েকজন প্রভাবশালী চাঁদাবাজ নিয়মিতভাবে তার ছেলে ফয়সালের কাছে চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









