বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে তিন প্রবাসী ভাইয়ের বাড়িতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ডাকাতির ঘটনা। ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রঘুনাথপুর গ্রামের ওই বহুতল ভবনে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে ভবনের নিচতলার কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ শুনে বের হলে স্কুলশিক্ষক মনিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেঁধে ফেলা হয়।
এরপর ডাকাতরা অস্ত্রের মুখে তার স্ত্রীকে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয় এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। একই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় বসবাসরত তিন প্রবাসী ভাই—জাহাঙ্গীর খান, শামিম খান ও জসিম খানের পরিবারকেও জিম্মি করে রাখা হয়। প্রতিটি তলায় আলমারি ও ড্রয়ার ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায় ডাকাতদল।
আরও
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবার ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে।










