সর্বশেষ

দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, আটক ১৯

Immoral activities at two residential hotels, 19 arrested

বরিশাল নগরীতে অনৈতিক কার্যক্রম ও অপরাধমূলক সন্দেহের ভিত্তিতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ মোট ১৯ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে হোটেল পপুলার ও হোটেল চিলে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী চলা অভিযানে আট পুরুষ ও ১১ নারীকে বিভিন্ন কক্ষ থেকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই গোলাম মো. নাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এএসআই কাইয়ুম, এএসআই বোরহান, এএসআই মাহবুবসহ পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়। তল্লাশিতে হোটেল কক্ষগুলোতে সন্দেহজনক অবস্থায় থাকা ব্যক্তিদের আটক করা হয়। এ সময় হোটেলে অবস্থানরত অন্য অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে এসব হোটেলে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয়, উদ্দেশ্য ও কর্মকাণ্ড যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, হোটেল পপুলার ও হোটেল চিলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসংগতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। দিনের বিভিন্ন সময়ে অপরিচিত লোকজনের ঘনঘন আসা–যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের হঠাৎ অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, আবাসিক হোটেলগুলোকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup