প্রবাসীদের মাধ্যমে দেশে আনা মোবাইল ফোনের সংখ্যা এবং ট্যাক্স নীতিমালা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির সমন্বয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের উদ্দেশ্য ছিল প্রবাসীদের সুবিধা দেওয়া এবং মোবাইল আমদানিতে শৃঙ্খলা নিশ্চিত করা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রবাসীর বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা দেশে ফিরে মোট তিনটি মোবাইল ফোন ট্যাক্স ছাড়াই আনতে পারবেন। এর মধ্যে একটি হবে তাদের ব্যবহৃত ফোন এবং বাকি দুইটি নতুন ফোন। তবে চতুর্থ ফোন আনতে হলে নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে।
একই সঙ্গে প্রবাসীদের দেশে অবস্থানের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। তারা দেশে ফেরার পর প্রথম ৬০ দিন মোবাইল সেট রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহার করতে পারবেন। তবে ৬০ দিনের বেশি অবস্থান করলে সংশ্লিষ্ট ডিভাইস এনআইডি-ভিত্তিক সিস্টেমে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।
আরও
যেসব প্রবাসীর বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি মাত্র একটি অতিরিক্ত ফোন ট্যাক্স ছাড়া আনতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইল ক্রয়ের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে এবং ট্যাক্স ফাঁকি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া বৈঠকে বৈধ পথের মোবাইল আমদানিতে শুল্ক কমানোর বিষয়টি নীতিগতভাবে অনুমোদন করা হয়। বর্তমানে বৈধভাবে মোবাইল আমদানিতে প্রায় ৬১ শতাংশ শুল্ক প্রযোজ্য। শুল্কহার কমানো হলে স্থানীয় কারখানায় উৎপাদিত মোবাইলের কর–ভ্যাট সমন্বয় সহজ হবে এবং বিদেশি বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হবে না বলে বৈঠকে মত দেন সংশ্লিষ্টরা।








