সর্বশেষ

ইতালিতে খুন হওয়ার ৭৩ দিন পর লাশ ফিরল গ্রামে, শোকের মাতম

Body returned to village 73 days after being murdered in Italy, mourning continues

ইতালিতে খুনের ঘটনার দীর্ঘ ৭৩ দিন পর অবশেষে মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে পৌঁছেছে সাগর বালার মরদেহ। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লাশবাহী গাড়িটি বাড়ির সামনে পৌঁছালে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা কান্নায় ভেঙে পড়েন। শোকাবহ পরিবেশে মরদেহ গ্রহণ করেন স্বজনরা।

পরিবারের সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় আড়াই বছর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর বালা। সেখানে পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের আট দিন পর, ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুরে ইতালির একটি পার্ক থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

744545 20251128

মাত্র একমাত্র ছেলে সাগর বালার মৃত্যুর খবর পরিবারকে ভেঙে চুরমার করে দেয়। তার বাবা কুমোদ বালা পেশায় কৃষক। ছেলের প্রবাসযাত্রা ছিল পরিবারের আর্থিক উন্নতির বড় আশা, যা শেষ পর্যন্ত ভয়াবহ মৃত্যুর খবরে রূপ নেয়।

ইতালির পুলিশ জানায়, রেস্টুরেন্টে কাজ করার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা সাগর বালাকে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এখনো কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, সাগরের মরদেহ দেশে এনে পারিবারিকভাবে সৎকারের প্রস্তুতি চলছে। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, এবং পরিবার দ্রুত হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তাদের প্রত্যাশা, ইতালির আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup