হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৩০০ গ্রাম স্বর্ণালংকার ও ১৩,৯৭০ সৌদি রিয়ালসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএন সদস্যরা টহলরত অবস্থায় সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করেন।
এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ব্যাটালিয়ন অফিসে আনা হয়। পরবর্তীতে তল্লাশিতে তার গলায় ঝোলানো কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা ও পায়জামার পকেট থেকে মোট ১.৩ কেজি ২১, ২২ ও ২৪ ক্যারেট স্বর্ণালংকার এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এসব স্বর্ণ অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে দেশে আনা হয়েছিল বলে জানায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল আলম স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করতেন। অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে এনে নিজ হেফাজতে রাখতেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও
এপিবিএন জানায়, চলতি বছরে বিমানবন্দরে এ পর্যন্ত মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, যা চোরাচালান প্রতিরোধে তাদের ধারাবাহিক সাফল্যের অংশ।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে অভিযান চালাচ্ছি। বিশেষ করে স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে এপিবিএন সবসময় তৎপর। বিমানবন্দরকে নিরাপদ রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”










