চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে শিয়াল চলে আসায় ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় ২৬ মিনিট বিলম্বে উড্ডয়ন করেছে। বুধবার সকালে এ অস্বাভাবিক ঘটনা ঘটে, যা সাময়িকভাবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পরিদর্শনকারী দলের নজরে আসে যে একটি শিয়াল রানওয়ের মাঝামাঝি অংশে অবস্থান করছে। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে উড্ডয়ন সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়।
পরবর্তীতে বিমানবন্দরের গ্রাউন্ড সিকিউরিটি টিম দ্রুত গাড়ি পাঠিয়ে শিয়ালটিকে রানওয়ে থেকে সরিয়ে দেয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে নিরাপদে উড্ডয়ন করে। এতে যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
আরও
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়ের পাশেই ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে মাঝে শিয়াল, সাপ, বন্য কুকুরসহ বিভিন্ন প্রাণী ঢুকে পড়ে। প্রতিটি ফ্লাইটের আগে নিয়মিত রানওয়ে পরীক্ষা করার পরও হঠাৎ এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ইব্রাহিম খলিল বলেন, “উড্ডয়ন ও অবতরণের সময় রানওয়ে নিরাপদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী ঢুকে পড়লে সাময়িক দেরি হলেও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব।










