সর্বশেষ

সৌদি নাগরিকের বিচারের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি

Sit in protest in Dhaka demanding justice for Saudi citizen

সৌদি আরবভিত্তিক একটি কথিত উন্নয়ন প্রকল্পের নামে বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার ব্যবসায়ী মিজানুর রহমান। দাবি অনুযায়ী, ‘এস এফ ডি (Saudi Foundation for Development)’ নামের প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে ইসমাইল নামের এক সৌদি নাগরিক দীর্ঘদিন ধরে তাকে কোটি টাকার আর্থিক লেনদেনে জড়ান। পরবর্তীতে সব নথিপত্র মুছে ফেলে হঠাৎ গা-ঢাকা দেন তিনি। বিষয়টির প্রতিকার চেয়ে সোমবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মিজানুর।

মিজানুর রহমান জানান, সামাজিক উন্নয়ন প্রকল্পের নামে প্রথমে মাত্র ৩ হাজার রিয়েল বিনিয়োগের প্রস্তাব দিয়ে ইসমাইল তার আস্থা অর্জন করেন। এরপর অর্ধ-অর্থায়নের আবাসন প্রকল্পের কথা বলে ধীরে ধীরে বড় অঙ্কের টাকা নেয়া শুরু হয়। ১৫০টি ঘর নির্মাণের প্রতিশ্রুতিতে বিভিন্ন ধাপে অর্থ নিলেও, শুরুতে নির্মিত হয় মাত্র ১০টি ঘর। পরে আরও ১০০ ঘর নির্মাণের অগ্রিম টাকা নেয়া হলেও কাজ শেষ হওয়ার আগেই প্রকল্প প্রধান উধাও হয়ে যান।

অভিযোগ অনুযায়ী, সফটওয়্যার দেওয়ার নামে ইসমাইল একসময় মিজানুরের মোবাইল ফোনে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং সব ধরনের চ্যাট, লেনদেনের রসিদ ও নথিপত্র মুছে ফেলেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে প্রমাণাদি না থাকায় মামলা বা অভিযোগ দাখিল করতেও সমস্যার মুখে পড়েছেন ভুক্তভোগী।

প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে নিজস্ব জমি, ব্যবসার মালামাল ও ব্যক্তিগত সম্পদ বিক্রি করে প্রকল্প চালিয়ে গেলেও এখন সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় পড়েছেন মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, মানুষকে দেওয়া কথা রাখতে গিয়ে তিনি সব হারিয়েছেন, আর এখন জীবনে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অবস্থান কর্মসূচিতে তিনি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেন। পাশাপাশি সৌদি নাগরিক ইসমাইল এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup