সর্বশেষ

পরকীয়া প্রেমিকের সাথে সন্তান নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী!

Expatriate's wife disappears with child from extramarital affair

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকা থেকে ইতালি প্রবাসী এক ব্যক্তির স্ত্রী নাদিয়া আক্তার (২৫) চার বছর ছয় মাস বয়সী সন্তানকে নিয়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্বামীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে নাদিয়া আক্তার সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। নিখোঁজ হওয়ার পর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে নাদিয়া ও ইতালি প্রবাসী নাইম শেখ বিয়ে করেন। পরিবারের অমতে হলেও তারা দাম্পত্য জীবন শুরু করেন। তবে দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে সম্প্রতি নাদিয়ার অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের ধারণা।

এ প্রসঙ্গে পরিবারের সদস্যরা জানান, নাদিয়ার নিখোঁজ হওয়ায় তারা উদ্বেগে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup