রংপুরের পুকুরপাড় চারতলা মোড় এলাকায় এক স্বামী সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফিরে দেখতে পান, তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। ভালোবাসা আর আনন্দের দিনটিকে স্মরণীয় করে রাখতে উপহার নিয়ে ফিরেছিলেন তিনি, কিন্তু দরজায় কড়া নাড়তেই শুরু হয় এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হওয়া।



স্ত্রীর কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে জানালার পাশে উঁকি দিতেই তিনি দেখেন এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে। তখনই স্পষ্ট হয়ে যায়, কেন স্ত্রী দরজা খুলছিল না। পরে ঘরে ঢুকে তিনি চমকে ওঠেন—তার চোখের সামনে ধরা পড়ে স্ত্রীর পরকীয়ার দৃশ্য।
আরও
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনাটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই প্রতিবেশীরা জড়ো হন এবং কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই নারীর পরনে ছিল অগোছালো পোশাক, আর জানালার পাশে থাকা যুবক পালানোর চেষ্টা করছেন। ঘটনাটি এতটাই বিব্রতকর ছিল যে অনেকেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনাকে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, পরকীয়া শুধু ব্যক্তিগত প্রতারণাই নয়—এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক সম্পর্কের ওপর এক গভীর আঘাত।











