আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন—যা দেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসীরা এবার ডাকযোগে ভোট প্রদান করতে পারবেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বিশ্বের ১০টি দেশের ১৭টি দূতাবাস ও মিশনের মাধ্যমে মোট ৫৩ হাজার ৯০৯ জন প্রবাসী ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে এদের মধ্যে ১৫ হাজার ৮৭৭ জনকে চূড়ান্তভাবে ভোটার হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।
প্রবাসীদের ভোট দেওয়ার জন্য চালু করা হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ, যার মাধ্যমে তারা নিবন্ধন সম্পন্ন করে ডাকযোগে ভোট দিতে পারবেন। ইসি জানিয়েছে, এই প্রক্রিয়া নিরাপদ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
আরও
এছাড়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশে খুব শিগগিরই নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নির্বাচনী কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিশ্বের ৪০টি দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যাতে অধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি আগামী নির্বাচনে ভোট দিতে পারেন।
নির্বাচন কমিশন আশা করছে, প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং দেশের রাজনীতিতে প্রবাসীদের অবদান নতুন মাত্রা পাবে।










