সর্বশেষ

ফ্ল্যাট থেকে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

Bodies of expatriate's wife and two children recovered from flat

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যৌথ মালিকানাধীন মুক্তাদির ও রাহাত সালমানের বাড়ির ভাড়া ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন – শেখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) ও ছোট মেয়ে সাইফা আক্তার (২)।

পুলিশ জানায়, নিহত শেখা আক্তার মালয়েশিয়া প্রবাসী শাহীন আহমেদের স্ত্রী। শাহীন দুই মাস আগে বিদেশে যান। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন। পাঁচ বছর আগে শেখা আক্তারের সঙ্গে বিয়ে হয় তার। উভয়েরই এটি ছিল দ্বিতীয় সংসার।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, ফ্ল্যাট ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইড জাতীয় বিষের উপকরণ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন। তবে সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। তিনি আরও বলেন, দাম্পত্য কলহ এ ঘটনার মূল কারণ হতে পারে।

নিহতের স্বামীর আত্মীয়রা জানান, দেশে থাকার সময় শাহীন ইজিবাইক চালাতেন। সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার আগে স্ত্রী ও সন্তানদের ভাড়া বাসায় তোলেন তিনি। এ বাসায় শেখা আক্তারের আগের ঘরের সন্তানও থাকতো। ঘটনার দিন সকাল থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের।

প্রতিবেশী আলমগীর হোসেন জানান, সকালে বিদ্যুতের বিল চাইতে গিয়ে তিনি বারবার দরজায় নক করলেও কোনো সাড়া পাননি। পরে বাড়িওয়ালা এসে চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত পুলিশ খবর পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে খাটের ওপর মা এবং মেঝেতে দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup