সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

23 bags of documents related to former land minister javed's overseas wealth acquisition recovered

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ ও ঋণসংক্রান্ত নথি উদ্ধারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার গভীর রাতে উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার একটি বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়। বাড়িটি জাবেদের স্ত্রী রুখমিলা জামানের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের।

E9f77e2dec65a387a88cf8076f97c6a4 68cf9ae76e740

দুদক জানায়, এর আগে টানা দুই দিন একই বাড়িতে অভিযান চালানো হলেও কোনো নথি উদ্ধার হয়নি। তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর ফের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়। অভিযানে দুদকের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও কর্ণফুলী থানা পুলিশ উপস্থিত ছিল।

8e1022c78b12866a581b7056fbada007 68cf9b086610f

এর আগে ১৭ সেপ্টেম্বর সাবেক মন্ত্রীর দুই সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। পরে আদালতের অনুমতিতে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইলিয়াস তালুকদারের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে জানায় দুদক।

অভিযানের সময় চালককে পাওয়া না গেলেও তার স্ত্রী ও প্রতিবেশীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সাবেক মন্ত্রীর বিদেশে থাকা সম্পদ ও ঋণ সংক্রান্ত অনুসন্ধানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত ২৩ বস্তা নথি কমিশনের কার্যালয়ে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup