চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবক সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত যুবকের নাম মো. ফারুক হোসেন পাটওয়ারী (৩৯)। তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের মরহুম বাচ্চু পাটওয়ারীর বড় ছেলে। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে দাম্মামের নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক স্বচ্ছলতার আশায় ফারুক হোসেন প্রায় ১০ মাস আগে সৌদি আরব যান। জানা যায়, প্রবাসে যাওয়ার জন্য তিনি প্রায় ৮ লাখ টাকা ঋণ ও ধার করেছিলেন। দাম্মামে একটি কপিশপে শ্রমিকের কাজ করছিলেন তিনি। এরমধ্যে কেবল দুই লাখ টাকা ঋণ শোধ করতে পেরেছিলেন, বাকি ছিল প্রায় ছয় লাখ টাকা।
নিহতের ছোট ভাই মো. ইকবাল হোসেন জানান, ফারুক হোসেনের স্ত্রী, ১৩ ও ৮ বছর বয়সী দুই মেয়ে এবং ৫ বছরের এক ছেলে রয়েছে। ভাইয়ের মৃত্যুর পর ঋণের বোঝা ও পরিবার চালানোর অনিশ্চয়তায় তারা গভীর সংকটে পড়েছেন।
আরও
স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফারুককে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। তার মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে এবং স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।
বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব বলেন, ফারুক ছিলেন পরিশ্রমী ও ভালো মানুষ। পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য প্রবাসে গিয়েছিলেন। এখন মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন তার প্রবাসে থাকা ভাই ও ভগ্নিপতি।










