সর্বশেষ

আকাশে উড়ছে গ্রাম্য কিশোরের তৈরি বিমান

Airplane made by a village teenager is flying in the sky

আকাশে উড়ছে অজ পাড়াগাঁয়ের ছেলে অনুকূল রায়ের তৈরি বিমান। দারিদ্র্যের মাঝেও অদম্য ইচ্ছাশক্তি ও সৃজনশীল চিন্তা কাজে লাগিয়ে অনুকূল রায় নিজ উদ্যোগে বানিয়েছেন ছোট আকারের এই বিমান। মাত্র ১৭ বছর বয়সেই তার তৈরি বিমান ‘দ্যা রয়েল স্কাই -110’ প্রায় এক কিলোমিটার দূরত্বে ১০-১৫ মিনিট আকাশে উড়তে সক্ষম।

এলাকায় বিমানটি আকাশে উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেন অনুকূল। এ দৃশ্য দেখতে ভিড় করেন দিনাজপুরের খানসামার ভেরভেরি ইউনিয়নের গ্রাম থেকে আসা শতাধিক মানুষ, শিক্ষার্থী ও শিশু-কিশোররা। আংগারপাড়া উচ্চ বিদ্যালয়ের সদ্য এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ অনুকূল রায় স্থানীয় কাঠমিস্ত্রী রনজিৎ রায়ের ছেলে।

তার তৈরি বিমানের মূল কাঠামো কর্কশিট দিয়ে বানানো। এছাড়া বিমানে আছে রেডিও কন্ট্রোলার, লিপো ব্যাটারি , প্রপেলার, স্পিড কন্ট্রোলার, বিএলডিসি মোটর, কার্বো মোটর, ছোট ফ্যান ও চাকা। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিমানটি উড়ানো ও নিয়ন্ত্রণ করা যায়।

প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে তৈরি এই বিমান নিয়ে অনুকূল বলেন, ছোটবেলা থেকেই তার বিজ্ঞান-প্রযুক্তির প্রতি কৌতূহল কাজ করে। প্রায় দুই বছরের গবেষণা ও পরীক্ষার পর অবশেষে বিমানটি উড়াতে সক্ষম হয়েছেন। তবে সঠিক সহযোগিতা পেলে আরও বড় উদ্ভাবন সম্ভব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup