সর্বশেষ

প্রতারণার মাধ্যমে প্রবাসীর ৫৩ লাখ টাকা হাতিয়ে নেয়া জ্বিনের বাদশা আটক

King of jinn arrested for defrauding expatriates of tk 5.3 million

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় ৫৩ লাখ টাকা প্রতারণার মামলায় ‘জ্বিনের বাদশা’ নামে পরিচিত কামাল উদ্দিন মীরকে (৪৭) ভোলায় গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। কামাল ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে। র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কামাল উদ্দিন মীর দীর্ঘদিন ধরে নিজেকে ‘জ্বিনের বাদশা’ হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন করতেন। পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বহু মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য ব্যবহার করতেন। চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলমও তার বিজ্ঞাপন দেখে সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করেন।

৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিলের মধ্যে, কামাল ভুক্তভোগীর বিভিন্ন বিকাশ নম্বরে একাধিক লেনদেনের মাধ্যমে মোট ৫৩ লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেন। পরে দিদারুল আলম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন অনুযায়ী র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামাল উদ্দিন মীরকে গ্রেফতার করে।

র‌্যাব জানিয়েছে, তার পলাতক সহযোগীদের ধরতে অভিযান এখনো চলছে। মামলার অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় অবস্থান নিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup