সর্বশেষ

প্রবাসীদের কোটি টাকা আত্মসাৎ, প্রতারক বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Press conference against fraudsters who embezzled crores of rupees from expatriates

বাহরাইনে প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে বাংলাদেশে পালিয়েছে মমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। দেশটির আরদ শহরের হালিম কাইফান রেস্টুরেন্টে রোববার ভুক্তভোগী প্রবাসীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার বিবরণ প্রকাশ করেন।

প্রতারক মমিনুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের মাজেদ মিয়ারের ছেলে। ভুক্তভোগীরা জানান, বাহরাইনে কিছু প্রবাসী মিলিত হয়ে একটি সমিতি চালু করেছিলেন, যার দায়িত্বে ছিলেন মমিনুল ইসলাম। তবে তিনি সমিতির নামে বিভিন্ন কৌশলে প্রবাসীদের কাছ থেকে অর্থ নেওয়ার পর বাংলাদেশে ফিরে আসেন।

ভুক্তভোগীদের অভিযোগ, তিনি প্রায় ৩০ হাজার বাহরাইনি দিনার এবং বাংলাদেশি প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছেন। পরবর্তীতে প্রবাসীরা তার খোঁজ নিলে জানা যায়, মমিনুল ইসলাম সৌদি আরবে চলে গেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বদিউল আলম বাবুল বলেন, “সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে আইনগত সহায়তায় প্রতারক থেকে আমাদের অর্থ উদ্ধার করা যায়।” তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কাণ্ড যেন আর কোনো প্রবাসী করে না, এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. স্বপন হাজারী, মাঈন উদ্দিন মজুমদার, কাজী রোমন, আব্দুল হালিম, ফকরুল ফরায়েজী, মনছুর আলম, খুরশিদ আলম, মোস্তফা কামাল, খোকন, শেখ নাছের, রিয়াদ উদ্দিন, এমরান খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup