সর্বশেষ

প্রেমিকার সামনেই ভিডিও কলে প্রেমিকের আত্মহত্যা

Boyfriend commits suicide in front of girlfriend over video call

রংপুরে প্রেমিকাকে দেখা না হওয়ায় এক তরুণ মোবাইলে ভিডিও কলে কথা বলার সময় আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম ফাহিম হাবিব (১৭)। তিনি জয়পুরহাট সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামের আহসান হাবিবের ছেলে এবং কলেজের অপ্যারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।

পুলিশ ও সহপাঠীদের বরাত দিয়ে জানা গেছে, ফাহিমের সঙ্গে বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। রোববার তাদের দেখা হওয়ার কথা থাকলেও কোনো কারণে দেখা হয়নি। এই কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

সোমবার বিকেলে ফাহিম ছাত্রাবাসের ২০২ নম্বর কক্ষে ছিলেন। রুমমেট না থাকায় তিনি দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলার সময় ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী জানান, ‘পুলিশ কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’ তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup