সর্বশেষ

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

Man impersonating db police robs expatriate of money, 1 arrested

রাজবাড়ীতে সিঙ্গাপুর প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় ভুয়া ডিবি পুলিশ সেজে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সেলিম খান (৪০)। তিনি গোয়ালন্দ উপজেলার ওমেদ আলী পাড়া এলাকার আব্দুর রব খানের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ওমেদ আলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম খানকে গ্রেপ্তার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ মে সকালে সিঙ্গাপুর প্রবাসী আবু হানিফ খান অগ্রণী ব্যাংকের আহলাদীপুর শাখা থেকে ১ লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে খানখানাপুর এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে ডিবি পুলিশ পরিচয়ে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নেয়। পরে তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সদর উপজেলার কুটিরহাট আখ সেন্টার এলাকায় ফেলে যায়। স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন এবং পরদিন সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম জানান, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল আসামি সেলিম খানকে শনাক্ত করা হয়। তার বাড়ি থেকে দস্যুতায় ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, দুটি চাপাতি এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup