সর্বশেষ

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

75 year old man on hunger strike demanding marriage to 35 year old woman

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক নারীর বাড়ির সামনে দিনভর অনশন করেছেন ৭৫ বছরের এক বৃদ্ধ।

শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। অনশনকারী আবুল কাসেম মুন্সি (৭৫) উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

আবুল কাসেম দাবি করেন, ওই নারী বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি পালনের পরিবর্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যান। তিনি বলেন, “হয় আমার টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে।”

এলাকাবাসী জানান, ওই নারী এর আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে ওই নারী পালিয়ে যান। ফলে বৃদ্ধের অনশন ঘিরে গ্রামে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ঠুটাখালী গ্রামের ইউপি সদস্য পলাশ ফকির জানান, উভয়েরই একাধিক বিয়ের অভিজ্ঞতা রয়েছে। তবে বর্তমানে বৃদ্ধ অনশন থেকে সরে এসেছেন।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup