সর্বশেষ

গোপালগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

Acc raids regional passport office in gopalganj

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অনিয়মের অভিযোগ যাচাইয়ে এ সময় পাসপোর্ট অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন কর্মকর্তারা।

দুদক জানায়, অভিযানের শুরুতে কর্মকর্তারা ছদ্মবেশে পাসপোর্ট অফিসের আশপাশে অবস্থান নেন এবং সেখানে দালালদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করেন। আশেপাশের কয়েকটি কম্পিউটার দোকানের সঙ্গে পাসপোর্ট অফিসের কিছু আনসার সদস্যের যোগাযোগ এবং সুবিধা বিনিময়ের প্রমাণও পাওয়া যায়।

অভিযান চলাকালে কয়েকটি পাসপোর্ট আবেদনে বিশেষ সাংকেতিক চিহ্ন থাকার বিষয়টি নজরে আসে, যা অনিয়মের ইঙ্গিত দেয়। কর্মকর্তারা এসব নথি ও তথ্য নথিভুক্ত করে রাখেন।

দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বলেন, প্রাথমিকভাবে অনিয়মের বেশ কিছু প্রমাণ মিলেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup