সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে উভয় প্রান্তে ৬টি ট্রেন আটকা পড়েছে—এর মধ্যে ৫টি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন। এতে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, অবরোধের কারণে চিলাহাটি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং একটি তেলবাহী ট্রেন আটকে আছে। তিনি বলেন, অবরোধ দীর্ঘ হলে শিডিউল বিপর্যয় হতে পারে, তবে এখনই অবরোধ তুলে নিলে শুধু ট্রেন দেরি হবে, বড় ধরনের শিডিউল সমস্যা হবে না।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এর আগে ১০ আগস্ট মহাসড়ক অবরোধ করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না আসায় আজ রেলপথ অবরোধে নামতে হয়েছে। তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠার নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু হয়নি, ফলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা চরম ভোগান্তির মধ্যে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন।
আরও
শিক্ষার্থীরা দৃঢ়ভাবে জানান, ক্যাম্পাস বাস্তবায়নের ঘোষণা ছাড়া তারা আন্দোলন থামাবেন না। “আমরা ক্যাম্পাস চাই, এই দাবিতে আমরা ঘরে ফিরব না”—এমন স্লোগানে তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে একটানা ১২ দিন মহাসড়ক অবরোধের পর সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত হয়। তবে ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কট করে পুনরায় আন্দোলন শুরু হয়।










