গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রদলের একাংশ উপজেলা বিএনপি কার্যালয়ে এক মন দুধ ঢেলে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, দলের ভেতরে একটি পক্ষ আওয়ামী লীগের অতীত সংশ্লিষ্টতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে পার্টি অফিসে প্রবেশ করায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই ঘটনার প্রতিবাদস্বরূপ পার্টি অফিস ‘শুদ্ধ’ করতে তারা এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করে। ঘটনাটি বুধবার (৬ আগস্ট) রাতে ঘটে এবং পরদিন সকালে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির বিজয় মিছিলে কিছু নেতা ‘আওয়ামী লীগ সংশ্লিষ্ট’ ব্যক্তিদের নিয়ে অংশ নেন এবং পরে তাদের নিয়ে পার্টি অফিসে অবস্থান করেন। বিষয়টিকে গণঅভ্যুত্থান দিবসের চেতনাবিরোধী ও দলীয় আদর্শের প্রতি অবমাননাকর দাবি করে ছাত্রদল দুধ দিয়ে অফিস ধোয়ার সিদ্ধান্ত নেয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম।
ঘটনার ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের কর্মীরা বালতি থেকে মগে করে দুধ নিয়ে বিএনপির কার্যালয়ের মেঝে ধুয়ে দিচ্ছেন। এ সময় কয়েকজনকে আওয়াজ করতে শোনা যায়, “নব্য বিএনপি নেতারা আওয়ামী লীগপন্থীদের নিয়ে এসে দলকে কলুষিত করছেন”। তারা এও দাবি করেন, কার্যালয় ‘পবিত্র’ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও
এ বিষয়ে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম বলেন, ‘জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঙ্গে যারা এসেছিলেন, তাদের মধ্যে অনেকে আগে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। এর মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও চেতনায় আঘাত করা হয়েছে, তাই আমরা দুধ দিয়ে কার্যালয় ধুয়েছি।’
অন্যদিকে, জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘কিছু ছেলেপেলে ভিডিও বানিয়ে প্রচার করেছে। যাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত। দুধ ঢালার ঘটনাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।’








