বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং মার্মা (২৪) নামের এক উপজাতি নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্ত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি সিং মার্মা বাঁশ কুরুল (কাটার সরঞ্জাম) সংগ্রহের উদ্দেশ্যে নিকুছড়ি সীমান্তের কাছে গেলে মাটির নিচে পাতা মাইনের বিস্ফোরণে তার বাম পা উড়ে যায়। আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত লাকি সিং মার্মা বান্দরবানের সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আরও
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে করে ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।









