সর্বশেষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে শিশুসন্তানসহ তরুণীর অনশন

Young woman with children on hunger strike at boyfriend's house demanding marriage

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের কোমরপুর গ্রামে প্রেমিকের বাড়িতে টানা চার দিন ধরে বিয়ের দাবিতে অবস্থান করছেন এক তরুণী। প্রেমিক মিনহাজ হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তিনি অনশন করছেন। জানা গেছে, গত ৩১ জুলাই থেকে সাত মাস বয়সী শিশু সন্তানসহ ওই তরুণী মিনহাজের বাড়ির সামনে অবস্থান করছেন।

রোববার (৩ আগস্ট) সরেজমিনে গেলে দেখা যায়, ওই তরুণী এখনও অনশনে অনড়। তিনি জানান, দীর্ঘ আট বছর ধরে মিনহাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তাদের সম্পর্কের ফলেই তার একটি সন্তান জন্ম নেয়। কিন্তু এখন মিনহাজ বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

তরুণীর আরও দাবি, তার আগের স্বামী মারা যাওয়ার পর মিনহাজকে বিয়ের জন্য চাপ দেন। কিছুদিন আগে সিরাজগঞ্জ শহরে নিয়ে গিয়ে নামাজ পড়ার অজুহাতে মিনহাজ হঠাৎ পালিয়ে যান এবং পরে ফোন বন্ধ করে দেন। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে মিনহাজের বাবা জসমত আলী বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে। তবে তিনি দাবি করেন, মেয়েটি ‘নাটক’ করছে এবং তার পরিবারও এখনও কোনো উদ্যোগ নেয়নি। গ্রামবাসীদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই মিনহাজ ও ওই তরুণীর সম্পর্ক ছিল, যা এখন এমন পরিণতির দিকে গড়িয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup