সর্বশেষ

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহারে যা থাকছে

What is included in the 24 point manifesto of 'new bangladesh'

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।

এনসিপির ২৪ দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো౼

১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক

২. জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার

৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন

৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার

৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ

৯. সর্বজনীন স্বাস্থ্য

১০. জাতি গঠনে শিক্ষানীতি

১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব

১২. ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা

১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন

১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি

১৫. তারুণ্য ও কর্মসংস্থান

১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি

১৭. টেকসই কৃষি ও খাদ্যে সার্বভৌমত্ব

১৮. শ্রমিক-কৃষকের অধিকার

১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা

২০. নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা

২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা

২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার

২৩. বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি এবং

২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল

ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি।

আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি– আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সব নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup