সর্বশেষ

হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির

Jamaat ameer suffers heart attack

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক শনাক্ত করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। বুধবার (৩০ জুলাই) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এক বিবৃতিতে জানান, ডা. শফিকুর রহমান বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে ফলোআপ করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সমাবেশ শেষে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে কিছুদিন পর ছাড়পত্র পান। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসকদের পরামর্শে ছিলেন।

চিকিৎসা পরবর্তী ফলোআপের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) তার এনজিওগ্রাম করা হয়। এতে হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ে। চিকিৎসকেরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

দলটির পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে। বর্তমানে তার সার্বিক চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup