সর্বশেষ

ফের যান্ত্রিক ত্রুটি, সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমানের শারজাহ ফ্লাইট

Biman sharjah flight delayed by 6.5 hours due to technical glitch again

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। এর ফলে শারজাহ থেকে ঢাকাগামী বিজি-৩৫২ ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ছেড়ে আসে। এই বিলম্বের প্রভাব পড়ে পরবর্তী ঢাকা-ব্যাংকক রুটের বিজি-৩৮৮ ফ্লাইটেও। ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে বাধ্য হন।

বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শারজাহ থেকে বিজি-৩৫২ ফ্লাইটটির রওনা দেওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি। পরে স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে উড়োজাহাজটি শারজাহ ত্যাগ করে এবং দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করে।

এই একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার কথা ছিল ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। শারজাহ ফ্লাইটের বিলম্বের কারণে সেটিও সকাল ১১টার নির্ধারিত সময় অনুযায়ী ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বিমানের জনসংযোগ কর্মকর্তা খান সাদি জানান, শারজাহে বিলম্বের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তবে ব্যাংকক ফ্লাইট নির্ধারিত বিকেলের আগেই ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগেও বিমানের যান্ত্রিক ত্রুটির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ২৮ জুলাই ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট কেবিন প্রেশার সমস্যার কারণে উড্ডয়নের পর মাঝ আকাশ থেকে ফিরে আসে। এছাড়া ২৪ জুলাই চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ড্রিমলাইনার ল্যান্ডিং গিয়ারের দরজায় ত্রুটির কারণে পুনরায় চট্টগ্রামে ফিরে নিরাপদে অবতরণ করেছিল। এসব ঘটনা বিমানের কারিগরি ব্যবস্থাপনার প্রতি প্রশ্ন তুলে দিচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup