সর্বশেষ

প্রবাসীর বাড়ি থেকে ৭৫ ভরি স্বর্ণ ও ২২ লাখ টাকা লুট

75 gold bars and 2.2 million taka looted from expatriate's house

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে রোববার (২৭ জুলাই) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতরা নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি আইফোন লুট করে নেয়।

ভুক্তভোগী সৌদি প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী উম্মে হানী বেগম সোমবার (২৮ জুলাই) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি জানান, তার শাশুড়ি রাজিয়া বেগমসহ পরিবারের অন্য সদস্যরা ঘরে অবস্থান করছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ১০-১৫ জনের একটি দল রান্নাঘরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা প্রথমে শিশুদের গলায় ছুরি ধরে সবাইকে একটি কক্ষে আটকে ফেলে এবং আলমারির চাবি আদায় করে। এরপর তারা তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে প্রায় ৭৫ ভরি স্বর্ণালঙ্কার, জমি কেনার জন্য রাখা ২২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৫৩ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম এবং সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম খান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup