চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ লাখ টাকার মূল্যের বিদেশি সিগারেট ও নিষিদ্ধ আমদানি করা পাকিস্তানি ভিউ-ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS-350-এ আগত দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত যাত্রীরা হলেন ফেনীর ছাগলনাইয়া এলাকার নূর নবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. মিজানুর রহমান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আজাদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল অতিক্রমকালে এনএসআই’র চট্টগ্রাম বিমানবন্দর টিম তাদের তল্লাশি করে। এ সময় দুই যাত্রীর ব্যাগ থেকে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট এবং ৯২০টি পাকিস্তানি নিষিদ্ধ ভিউ-ক্রিম উদ্ধার করা হয়।
আরও
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা বলে জানা গেছে। যদিও এসব অবৈধ পণ্য পাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, তবে তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে ও অনিয়ম রোধে নিয়মিত নজরদারি ও অভিযান চলবে।










