সর্বশেষ

আগুনে ছাই প্রবাসীর স্বপ্নভবন, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার

Expatriate's dream home burned to ashes, destitute family left under the open sky

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর স্বপ্নের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২১ জুলাই) ভোররাত ৪টার দিকে ঘড়িসার ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়া প্রবাসী বাবুল মৃধার বাড়িতে এ সময় কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ঘরবাড়ি, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ সবকিছুই পুড়ে গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাবুল মৃধার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি তখন বাবার বাড়িতে, আর ছেলে মাদ্রাসায় ছিল। আমাদের ঘরের ভেতরেই ছিল সারা জীবনের সঞ্চয় আর স্মৃতি। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না।”

স্থানীয়রা জানান, ভোররাতে মসজিদের মাইকে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে খালের পানি ও টিউবওয়েলের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন ডিউটি অফিসার আরিফ শেখ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল ৭টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর থেকে প্রবাসীর পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তারা অবিলম্বে জরুরি সহায়তা ও পূর্ণ পুনর্বাসনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup